ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা-কে গ্রেফতার করা হয়েছে।
দেশটির সাবেক ফার্স্ট লেডিকে বিলাসবহুল উপহার প্রদানসহ ঘুষের অভিযোগে মঙ্গলবার জা-কে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। প্রসিকিউটরদের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, জা প্রমাণ নষ্ট করতে পারেন—এমন ঝুঁকি থাকায়, সিউল সেন্ট্রাল জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
৮২ বছর বয়সী হান হাক জা-কে গত সপ্তাহে প্রাক্তন ফার্স্ট লেডি কিম কেওন হি ও একজন বিশিষ্ট আইনপ্রণেতাকে ঘুষ দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরদিনই প্রসিকিউটররা তার গ্রেফতার চেয়ে আদালতে আবেদন করেন।
পরোয়ানা জারি হওয়ার পর, জা-কে সিউল ডিটেনশন সেন্টারে হেফাজতে নেওয়া হয়েছে।
১৯৫৪ সালে হানের প্রয়াত স্বামী মুন সান-মিয়ং কর্তৃক ইউনিফিকেশন চার্চটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই এটি বিতর্কের বিষয়বস্তু হিসাবে পরিচিত।
গির্জাটির নানাবিধ ব্যবসার মধ্যে মিডিয়া, পর্যটন ও খাদ্য বিতরণসহ নানা ধরনের ব্যবসা অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রেফতারের বিষয়ে এক বিবৃতিতে ইউনিফিকেশন চার্চ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা আদালতের রায় বিনয়ের সঙ্গে মেনে নিচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সত্য উদঘাটনের জন্য তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আন্তরিকভাবে সহযোগিতা করব এবং আমাদের গির্জার প্রতি বিশ্বাস পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনা নিয়ে সকলের উদ্বেগের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’