ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেই মিশর গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে।
সোমবার মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি বরাত দিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মিশর গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক পুনর্গঠন সম্মেলনের আয়োজন করবে, যাতে করে আরব-ইসলামিক পুনর্গঠন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা যায়।’
মিশরের প্রধানমন্ত্রী জাতিসংঘে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি সম্মেলনে এ কথা বলেন।