অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বামপন্থী অ্যান্টিফা আন্দোলনকে একটি দেশীয় সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার একটি আদেশে স্বাক্ষর করেছেন। 

হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডানপন্থী মিত্র চার্লি কার্কের হত্যার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যান্টিফা হল ‘ফ্যাসিবাদবিরোধী’ শব্দের সংক্ষিপ্ত রূপ, যা ছড়িয়ে ছিটিয়ে থাকা অতি-বাম গোষ্ঠীগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়। 

সোমবার ট্রাম্পের আদেশে অ্যান্টিফাকে জঙ্গিবাদী, নৈরাজ্যবাদী উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়েছে, যেটি স্পষ্টভাবে মার্কিন সরকারের পতনের জন্য সরাসরি আহ্বান জানিয়ে আসছে এবং বাকস্বাধীনতা দমন করার জন্য ‘সহিংসতা ও সন্ত্রাসবাদকে’ ব্যবহার করছে। 

নির্দেশে আরো বলা হয়েছে, ‘আইনসম্মত রাজনৈতিক কার্যকলাপ দমন এবং আইনের শাসনকে বাধাগ্রস্ত করার জন্য উপরে উল্লিখিত রাজনৈতিক সহিংসতার ধরণ বিবেচনা করে, আমি এতদ্বারা অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করছি।’

এছাড়াও, ট্রাম্পের এই নির্দেশ অ্যান্টিফা ও তাদের সমর্থনে কাজ করা যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ডানপন্থী কর্মী চার্লি কার্ক গত ১০ সেপ্টেম্বর একটি ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত হওয়ার পর ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছেন।

মার্কিন কর্তৃপক্ষ হত্যার অভিযোগে সন্দেহভাজন বন্দুকধারী ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে অভিযুক্ত করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০