মিশরের প্রেসিডেন্টের ক্ষমায় কারামুক্ত মানবাধিকারকর্মী আলা আবদেল ফাত্তাহ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সাধারণ ক্ষমায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিশিষ্ট ব্রিটিশ-মিশরীয় মানবাধিকারকর্মী আলা আবদেল ফাত্তাহ। 

আজ মঙ্গলবার তার পরিবার জানিয়েছে, কায়রো কারাগার থেকে ছাড়া পেয়েছেন আলা। কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৪৩ বছর বয়সী আলা ২০১১ সালে মিশরে বিদ্রোহের অন্যতম ব্যক্তি। তিনি মিশর সরকারের কঠোর সমালোচক হিসেবেও পরিচিত। এক দশকেরও বেশি সময় তিনি কারাগারে কাটিয়েছেন।

আলা’র আইনজীবী এবং মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সোমবার জানান, প্রেসিডেন্ট সিসি তার জন্য সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ওয়াদি আল-নাতরুন কারাগার থেকে ছাড়া পাবেন বলেও ওই সময় জানানো হয়।

মঙ্গলবার সকালেই আলা’র পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করে। তাতে দেখা যায়, আলা তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এসময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গত দুই দশকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট সিসি’র সময়ে মিশরীয় প্রশাসন আলা’কে কারারুদ্ধ করে রাখে।

তিনি সর্বশেষ ২০১৯ সালে গ্রেফতার হন এবং ২০২১ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কারাগারে বন্দি নির্যাতনের ভুয়া নিউজ ছড়ানোর।

তার কারাদণ্ডের মেয়াদ ২০২৪ সালের সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা ছিল। তবে, রায়ের আগে তার আটক থাকার সময় বিবেচনায় নিতে অস্বীকার জানায় কর্তৃপক্ষ।

আলা’র মা সুইফ ছেলের মুক্তির দাবিতে ১০ মাস ধরে অনশন করেন এবং অসুস্থ হয়ে দু’বার হাসপাতালে ভর্তি হন। তিনি ঘোষণা দেন, ছেলের মুক্তির জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। অবশেষে প্রেসিডেন্টের ক্ষমায় মুক্তি মিলল আলা’র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় গভীর দুঃখ প্রকাশ, সরকারের আইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান
খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি
ঝালকাঠিতে ‘লিগ্যাল এইড’ কমিটির সভা 
খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা
বাগেরহাটে সারের বস্তায় হুক মারায় ডিলারকে জরিমানা 
চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযানে জালসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধির ফলে খুলনার কল-কারখানায় শৃঙ্খলা ফিরেছে
১০