রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নরওয়ের সরকার মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া এ বছর তিনবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটি এ ঘটনাগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নরওয়ে জানায়, গত ২৫ এপ্রিল একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান চার মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে। এরপর ২৪ জুলাই একটি এল-৪১০ টার্বোলেট পরিবহন বিমান তিন মিনিট সেখানে অবস্থান করে। সবশেষ ১৮ আগস্ট একটি এসইউ-৩৩ যুদ্ধবিমান এক মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোরে এক বিবৃতিতে বলেন , এই বসন্ত ও গ্রীষ্মে রাশিয়া তিনবার নরওয়ের আকাশসীমা লঙ্ঘন করেছে।

তিনি বলেন, এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি নেভিগেশনের ভুলের কারণে হয়েছে,আমরা নিশ্চিত নই। তবে যে কারণেই হোক, এটি গ্রহণযোগ্য নয়।

স্তোরে আরও বলেন, অবস্থান ও সময়কাল উভয় দিক থেকেই নরওয়ের ক্ষেত্রে এ ধরনের লঙ্ঘন এস্তোনিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ার তুলনায় ছোট আকারের। তবুও আমরা এসব ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

ন্যাটো সদস্য নরওয়েকে প্রায়ই বলা হয় উত্তর মেরুর দূর উত্তরে জোটের ‘চোখ ও কান’। দেশটির সঙ্গে রাশিয়ার সামুদ্রিক সীমানা রয়েছে এবং দুই দেশের স্থলসীমান্ত ১৯৮ কিলোমিটার (১৩২ মাইল) দীর্ঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
ভারত ম্যাচের আগে লিটনের ইনজুরি শঙ্কা
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
দুর্গাপূজায় উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে : ধর্ম উপদেষ্টা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ
পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার ধুম, শঙ্খ-শাঁখার চাহিদা বেশি
১০