ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইরানে ২০২৫ সালে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) গ্রুপ এ তথ্য জানিয়ে ইরানের কারাগারে ‘গণহত্যা অভিযানের’ নিন্দা জানিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আইএইচআর জানিয়েছে, ইরানে শুধু গত সপ্তাহেই কমপক্ষে ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই হিসাবে গড়ে প্রতিদিন ৯ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানে দৈনিক মৃত্যুদণ্ডের সংখ্যা গণনা ও যাচাই করে দেখে আইএইচআর।