গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় বুধবার কমপক্ষে ১৫ ফিলিস্তিনি নিহত ও আরো অনেকেই আহত হয়েছে। বাড়িঘর ও তাঁবুসহ গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। 

গাজার একজন বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

গাজা সিটিতে বড় আকারে বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরাইল। তাদের হামলায় লাখ লাখ গাজাবাসী অঞ্চলটির বৃহত্তম নগর কেন্দ্র থেকে পালিয়ে যেতে বাধ্য  হয়েছে।

মাহমুদ বাসাল বলেন, যারা শহর ছেড়ে যেতে পারেননি, তাদের অনেকে শহরের কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন আর সেখানেই বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

তিনি এএফপি’কে আরো বলেন, ‘গাজা পৌরসভার একটি গুদাম ও  নৈশ বাজারে বাস্তুচ্যুতদের তাঁবুতে তিনটি বিমান হামলা চালিয়েছে  ইসরাইল। ওই হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। এই হামলায় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।’

বাসাল বলেন, শহরের অন্য এলাকায় ইসরাইলি বোমা হামলায় আরও তিন জন নিহত হয়েছেন।  আল-সাহাবা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে দুই জন ও আল-ইয়ারমুক মার্কেট এলাকায় একজন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত এলাকায় একটি বাড়িতে হেলিকপ্টার হামলায় চার জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে।

বাসাল বলেন, নুসাইরাতের উত্তরে একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দুই বছরের সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৫ হাজার ৩শ’ ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে মনে করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার ‘এই সময়’: বিএনপি
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা
ঘুমধুমে সৎ ভাইকে হত্যার ঘটনায় আটক ১
ঝিনাইদহে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ ‘অ্যাপস’ চালু
জাতিসংঘ নারী সম্মেলনে বৈশ্বিক জবাবদিহিতা কাঠামো গঠনের আহ্বান শারমীন মুরশিদের
পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয়দের সঙ্গে ইরানের সাক্ষাৎ
পূজা নিয়ে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: ফরিদপুর এসপি
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ২৭ লাখ টাকা সাশ্রয়
১০