অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার তালিকায় এক ডজনেরও বেশি সাইট যুক্ত হতে পারে বলে জানা গেছে।

নিষেধাজ্ঞার এই তালিকায় হোয়াটসঅ্যাপ এবং রেডডিট, স্ট্রিমিং জায়ান্ট টুইচ এবং গেমিং প্ল্যাটফর্ম ফার্ম রোবলক্স সাইট যুক্ত হতে পারে বলে রোববার দেশটির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যেই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, যা বিশ্বে প্রথম।

তবে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট আরো ১৬টি কোম্পানিকে চিঠি লিখে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিরাপত্তা মূল্যায়ন করতে বলেছেন, যাতে তারা নতুন আইনের আওতায় পড়ে কি-না, তা নিশ্চিত করা যায়। 

তালিকায় পিন্টারেস্টের পাশাপাশি লেগো প্লে, স্ট্রিমিং কোম্পানি কিক ও গেমিং প্ল্যাটফর্ম স্টিমও অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় সম্প্রচারক এবিসি জানিয়েছে, যদি কোম্পানিগুলো মনে করে যে তাদের প্ল্যাটফর্মটি নিষেধাজ্ঞার আওতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হওয়া উচিত, তবে তাদেরকে মামলা করতে হবে।

ইনম্যান গ্রান্ট নেটওয়ার্ককে বলেন যে কিছু বিষয় ‘বেশ স্পষ্ট’ হলেও, নিয়ন্ত্রক সংস্থা তাদের যথাযথ তদন্ত প্রক্রিয়া দেবে।

তিনি বলেন, ‘আমাদের তাদেরকে সকলের কথা শুনতে হবে।’

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা প্রথমে এমন প্ল্যাটফর্মগুলোতে মনোযোগ দেবে, যেখানে ব্যবহারকারীর সংখ্যা ও ক্ষতির ঝুঁকি বেশি।

একজন রোবলক্স মুখপাত্র জোর দিয়ে বলেছেন, প্ল্যাটফর্মটি কোনও সোশ্যাল মিডিয়া কোম্পানি নয়, তাই এটির নিষেধাজ্ঞার মধ্যে পড়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার ‘এই সময়’: বিএনপি
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা
ঘুমধুমে সৎ ভাইকে হত্যার ঘটনায় আটক ১
ঝিনাইদহে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ ‘অ্যাপস’ চালু
জাতিসংঘ নারী সম্মেলনে বৈশ্বিক জবাবদিহিতা কাঠামো গঠনের আহ্বান শারমীন মুরশিদের
পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয়দের সঙ্গে ইরানের সাক্ষাৎ
পূজা নিয়ে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: ফরিদপুর এসপি
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ২৭ লাখ টাকা সাশ্রয়
১০