তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে নিহত ১৭

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): তাইওয়ানের সরকারি কর্মকর্তারা আজ জানিয়েছেন, একটি হ্রদের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা’র প্রভাবে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের পর দুর্ঘটনাটি ঘটে।

তাইওয়ানের হুয়ালিয়েন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার পর পানির তোড়ে একটি সেতু ভেসে যায় এবং রাস্তায় কাদা জমে যায়।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, হ্রদের বাঁধ ধসের ঘটনায় হুয়ালিয়েনে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৫২ জন নিখোঁজ রয়েছে। তার মধ্যে কেবল মাতায়ান ক্রিক হ্রদের বাঁধ ভেঙে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছে।

রাগাসা’র জেরে তাইওয়ানজুড়ে ৮ হাজার ৪ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু হ্রদের পার্শ্ববর্তী এলাকা থেকে ৩ হাজার ২৮৫ জনকে সরিয়ে নিতে হয়েছে।

তাইওয়ান প্রায় প্রতি বছরই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন-ঘন গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০