তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে নিহত ১৭

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): তাইওয়ানের সরকারি কর্মকর্তারা আজ জানিয়েছেন, একটি হ্রদের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা’র প্রভাবে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের পর দুর্ঘটনাটি ঘটে।

তাইওয়ানের হুয়ালিয়েন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার পর পানির তোড়ে একটি সেতু ভেসে যায় এবং রাস্তায় কাদা জমে যায়।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, হ্রদের বাঁধ ধসের ঘটনায় হুয়ালিয়েনে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৫২ জন নিখোঁজ রয়েছে। তার মধ্যে কেবল মাতায়ান ক্রিক হ্রদের বাঁধ ভেঙে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছে।

রাগাসা’র জেরে তাইওয়ানজুড়ে ৮ হাজার ৪ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু হ্রদের পার্শ্ববর্তী এলাকা থেকে ৩ হাজার ২৮৫ জনকে সরিয়ে নিতে হয়েছে।

তাইওয়ান প্রায় প্রতি বছরই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন-ঘন গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক বরাদ্দ করে গেজেট প্রকাশ
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন 
ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দেয়ার আহ্বান ডিএমপি’র
বার্সা শিবিরে দু:সংবাদ
বয়সের কারণে ইয়ামাল ব্যালন ডি’অর পাননি
জাতিসংঘে জনআকাঙ্ক্ষা তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান
১০