কলম্বিয়া খনিতে আটকে পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার 

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৪

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কলম্বিয়ার একটি ধসে পড়া সোনার খনির খনিতে আটকা পড়া ২৩ জন খনি শ্রমিককে বুধবার উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৪৮ ঘন্টা ধরে আটকে থাকার পরও শ্রমিকরা জীবিত ছিলেন। তাদের উদ্ধারের সময় সহকর্মী ও প্রিয়জনরা উচ্ছ্বসিত হয়ে করতালি দেয়। 

রাষ্ট্রীয় খনি সংস্থার পোস্ট করা করা একটি ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীদের সহায়তায় খনি শ্রমিকরা দলে দলে বেরিয়ে আসছেন এবং উত্তর-পশ্চিম অ্যান্টিওকুইয়া বিভাগের লা রেলিকুইয়া খনিতে পানি পান করছেন। 

কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মেডেলিন থেকে খনিটিতে পৌঁছতে প্রায় চার ঘন্টা সময় লাগে।

সোমবার ভোর থেকে ৮০ মিটার ভূগর্ভস্থ একটি খাদে আটকে থাকা খনি শ্রমিকরা ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাবার, পানি ও অক্সিজেন গ্রহণ করেন।

কর্মকর্তারা জানান, শ্রমিকরা তাদের পরিবার ও উদ্ধারকারীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে সক্ষম হন।

খনির বায়ুচলাচল ব্যবস্থা সার্বক্ষণিকভাবে কাজ করছিল।

কানাডার অ্যারিস মাইনিং কর্পোরেশনের পক্ষ থেকে স্থানীয় একটি সমবায়  সাইটটি পরিচালনা করে।

কলম্বিয়ায় প্রায়শই খনিতে দুর্ঘটনা ঘটে ও এতে প্রতি বছর কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে ।  
এসব খনির অধিকাংশই অনুদোদনহীন।

রোববার, দেশটির দক্ষিণ-পশ্চিমে একটি অবৈধ সোনার খনিতে আটকা পড়া সাত জন খনি শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।

১২ ঘন্টার জরুরি অভিযানের পর জুলাই মাসে উত্তর-পশ্চিমে একটি ধসে পড়া অপর এক সোনার খনি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০