টেক্সাস এবং আলাবামায় দুই মার্কিন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আলাবামায় এক গ্যাস স্টেশন ক্লার্ককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরো একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

হিউস্টন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

১৯৯৭ সালে আটাল্লা শহরে ডাকাতির সময় ৩৩ বছর বয়সী দুই সন্তানের মা মার্গারেট বেরিকে হত্যার দায়ে ৫০ বছর বয়সী জিওফ্রে ওয়েস্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে (২৩২২ জিএমটি) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তার আইনজীবী কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ওয়েস্ট ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, বুধবার তাকে ক্যাথলিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেছেন, ‘আমি সকলকে বিশেষ করে তরুণদের ঈশ্বরকে খুঁজে বের করার জন্য আহ্বান জানাচ্ছি।’

২০০৮ সালে টেক্সাসে ‘ভূত-প্রতারণা’ করার সময় তার বান্ধবীর ১৩ মাস বয়সী কন্যা আমোরা কারসনকে হত্যার জন্য প্রায় ২০ মিনিট পর টেক্সাসে ৩৫ বছর বয়সী ব্লেইন মিলামকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আদালতের নথি অনুসারে, শিশুটিকে ‘মারধর করা হয়েছিল, শ্বাসরোধ করা হয়েছিল, যৌন বিকৃত করা হয়েছিল এবং তার পুরো শরীর ঢেকে রাখা চব্বিশটি মানুষের কামড়ের চিহ্ন ছিল যা মেডিকেল পরীক্ষক তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর বর্বরতা বলে অভিহিত করেছেন।’

চূড়ান্ত বিবৃতিতে মিলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ওপর বিশ্বাস-ভিত্তিক কর্মসূচিতে যোগদানের অনুমতি দেওয়ার জন্য রাজ্য সংশোধন বিভাগকে ধন্যবাদ জানান। বিভাগের মতে, ‘আমি তোমাদের সকলকে ভালোবাসি, আমাকে ঘরে ফিরিয়ে আনুন যীশু’।

মিলামের আইনজীবীরা বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী বলে তার মৃত্যুদণ্ড স্থগিত করার চেষ্টা করেছিলেন কিন্তু আদালত আপিলগুলো প্রত্যাখ্যান করে।

‘অন ডেথ রো’ নামে ২০১৩ সালের ওয়ার্নার হার্জগের একটি তথ্যচিত্রে মিলামের মামলাটিও ছিল।

এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ।

ফ্লোরিডা সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে - ১২টি। তারপরে দক্ষিণ ক্যারোলিনা এবং টেক্সাস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়া এবং আরো তিনটি রাজ্যে স্থগিতাদেশ রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডের একজন সমর্থক এবং তিনি তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ‘নিকৃষ্টতম অপরাধের জন্য’ এর ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প বৃহস্পতিবার একটি প্রেসিডেন্ট স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন যেখানে ফেডারেল প্রসিকিউটরদের দেশটির রাজধানী ওয়াশিংটনে যথাযথ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০