ছাত্র নিখোঁজের প্রতিবাদে মেক্সিকো সিটির সামরিক ব্যারাকে হামলা শিক্ষার্থীদের

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এক দশক আগে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ ও সন্দেহভাজন হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীরা একটি সামরিক ব্যারাকের গেটে একটি ট্রাক নিয়ে সজোরে ধাক্কা দেয় বলে সংবাদ ফুটেজে দেখা গেছে।

দক্ষিণাঞ্চলীয় শহর আয়োৎজিনাপা থেকে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের নিখোঁজের ১১তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ চলাকালীন হুডধারী ব্যক্তিরা ট্রাকটিকে গেটে উল্টে দেয় এবং তারপর তাতে আগুন ধরিয়ে দেয়। মেক্সিকো সিটি থেকে এএফপি এই খবর জানায়।

ট্রাকের ধাক্কায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিক্ষোভের সময় ব্যারাকগুলো নিরাপদ ছিল।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর রাতে সহিংসতা কবলিত দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে নিখোঁজ হওয়ার পর থেকে মেক্সিকোকে তাড়া করে বেড়াচ্ছে ছাত্রদের ভাগ্য।

এখন পর্যন্ত মাত্র তিনজন ছাত্রের দেহাবশেষ পাওয়া গেছে এবং তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

এই ঘটনাটি মেক্সিকোতে নিখোঁজ ব্যক্তি সংকটের প্রতীক হয়ে উঠেছে, যেখানে ১২০,০০০ এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে।

ছাত্ররা যখন মেক্সিকো সিটিতে একটি বিক্ষোভে অংশ নিতে যাচ্ছিল তখন তাদের আটক করা হয়।

তদন্তকারীরা বিশ্বাস করেন, দুর্নীতিগ্রস্ত পুলিশের সহায়তায় একটি মাদক চক্র তাদের অপহরণ করেছে, যদিও ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয়।

২০২২ সালে একটি সত্য কমিশন আবিষ্কার করে যে, সেনাবাহিনী অপহরণের ঘটনাগুলো সম্পর্কে অবগত ছিল যখন সেগুলো ঘটছিল।

প্রতি বছর নিহতদের পরিবারের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করে।

২০২৪ সালে, তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর যখন একটি সংবাদ সম্মেলন করছিলেন, তখন বিক্ষোভকারীরা একটি ট্রাকের সাহায্যে সরকারি প্রাসাদের একটি গেট ভেঙে ফেলে।

বৃহস্পতিবার ভাঙচুর করা ব্যারাকটি এর আগে ২০২২ সালেও বিক্ষোভকারীদের টার্গেটে পরিণত হয়েছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০