উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): উত্তর কোরিয়ার একটি নৌযান দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করলে দেশটির সেনাবাহিনী সতর্কীকরণ গুলি চালিয়েছে। ফলে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়। দক্ষিণ কোরিয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ ((জেসিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে উত্তর কোরিয়ার বাণিজ্যিক নৌযান জাহাজটি বেংনিয়ং দ্বীপসংলগ্ন এলাকায় উত্তর সীমান্তরেখা (এনএলএল) অতিক্রম করে ঢুকে পড়ে।

জেসিএস এক বিবৃতিতে জানায়, ‘আমাদের বাহিনী সতর্কবার্তা সম্প্রচার করেছে এবং সতর্কতামূলক গুলি ছোড়েছে।’

সেনাবাহিনী আরও জানায়, তারা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নিয়েছে এবং উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এনএলএল-কে স্বীকৃতি দেয় না। ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার লাইভ-ফায়ার মহড়ার দু’দিন পর এই ঘটনাটি ঘটল।

উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের অবসান হয়েছে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, পূর্ণাঙ্গ শান্তিচুক্তির মাধ্যমে নয়। ফলে এখনও দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

গত জুনে দায়িত্ব নেওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং পূর্বসূরী ইউন সুক ইওলের তুলনায় পিয়ংইয়ংয়ের প্রতি নরম মনোভাব পোষণের ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে লি জানান, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার ‘দুষ্টচক্র’ শেষ করতে কাজ করবেন তিনি। তবে দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর : কর্মসূচি গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জে চলছে পূজার শেষ মুহূর্তের কাজ
জার্মানিকে ১.২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিক্ষোভের মুখে পূর্ব তিমুরে আজীবন পেনশন বাতিল 
পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
ধলেশ্বরীর তীরে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং শুরু
দুর্গাপূজায় টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
১০