ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র হবে তার দেশের জন্য ‘জাতীয় বিপর্যয়’।
তিনি শুক্রবার জাতিসংঘে তার ভাষণে ইউরোপীয় নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইসরাইলকে জাতীয় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইউরোপীয় নেতারা হামাসকে পুরস্কৃত করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, ইসরাইল আপনাদেরকে আমাদের গলায় ‘সন্ত্রাসী রাষ্ট্রকে’ চাপিয়ে দিতে দেবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা রাষ্ট্রীয়ভাবে আত্মবিনাশের দিকে যাবো না। আর ইসরাইলের রক্ত দাবি করা শত্রুভাবাাপন্ন মিডিয়া ও ইহুদি-বিরোধী জনতার মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই।’
হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালায়, যার ফলে গাজায় ইসরাইলিদের অব্যাহত হামলা শুরু হয়।
হামাসের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তার ভাষণে ইসরাইলের হামলার পাশাপাশি ইহুদি-বিদ্বেষেরও নিন্দা জানিয়েছেন।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আদেল আতিয়েহ নেতানিয়াহুর ভাষণকে ‘একজন পরাজিত ব্যক্তির ভাষণ’ বলে অভিহিত করেছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার বলেছেন যে তিনি গাজায় যে কোনো যুদ্ধবিরতিকে সমর্থন করেন।