জাতিসংঘে আলজেরিয়ার বিরুদ্ধে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সমর্থনের’ অভিযোগ মালির 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মালির সামরিক জান্তার অধীন দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী ও সেনা কর্মকর্তা আব্দুলায়ে মাইগা শুক্রবার জাতিসংঘে আলজেরিয়ার বিরুদ্ধে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সমর্থন’ করার অভিযোগ জানিয়েছেন। 

মালির একটি সামরিক ড্রোন ভূপাতিত করার ঘটনার প্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন। 

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আব্দুলায়ে মাইগা বলেন, ‘আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। আমাদের বিরুদ্ধে গুলি ছোড়া হলে, আমরাও পাল্টা জবাব দেবো এবং আমাদের বিরুদ্ধে কটুক্তি করা হলে, আমরা তারও জবাব দেবো।’

জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে তিনি বলেন, ‘আমরা আলজেরীয় জান্তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করার এবং শান্তি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

গত এপ্রিল মাস থেকে পশ্চিম আফ্রিকার এই দেশটি অভিযোগ করে আসছে যে তাদের উত্তরের প্রতিবেশী রাষ্ট্রটি সাহারার ওপর দিয়ে একটি মালির সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

মালি দাবি করছে যে ড্রোনটি তাদের আকাশ সীমাতেই ছিল।

আলজেরিয়া এই দাবি অস্বীকার করে বলেছে যে মালির সামরিক ড্রোনটি তাদের আকাশ সীমায় প্রবেশ করেছিল।

মালি আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করেছে। আলজেরিয়ার কর্মকর্তারা একে ‘নির্লজ্জ’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, মালি ২০১২ সাল থেকে জিহাদি বিদ্রোহ ও অভ্যন্তরীণ অস্থিরতাসহ নানা নিরাপত্তা সংকটে জর্জরিত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০