মাইক্রোসফট থেকে বাইডেন প্রশাসনের কর্মকর্তাকে বরখাস্ত করার আহ্বান ট্রাম্পের

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মাইক্রোসফটের আন্তর্জাতিক বিষয়ক প্রধান লিসা মোনাকোকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। মোনাকো ডেমোক্র্যাট প্রশাসনের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, ‘মাইক্রোসফটের চাকরি থেকে অবিলম্বে লিসা মোনাকোকে বরখাস্ত করা উচিত বলে আমি মনে করি।’

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার কথিত শত্রু ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

ট্রাম্পের একজন বিশিষ্ট সমালোচক এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমিকে বৃহস্পতিবার দুটি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং ট্রাম্প শুক্রবার বলেছেন যে তিনি আশা করেন, ‘আরও কিছু আছে।’

মোনাকোকে বরখাস্ত করার জন্য মাইক্রোসফটের প্রতি আহ্বান জানাতে গিয়ে ট্রাম্প উল্লেখ করেছেন যে, জো বাইডেন প্রশাসনে যখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আনা হয়েছিল, তখন মোনাকো ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটিতে লিখেছেন, ‘মোনাকোকে গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট হিসেবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে।  যার মাধ্যমে তিনি অত্যন্ত সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পাচ্ছেন।’  

তিনি আরো লিখেন, ‘মোনাকোর এ রকম অ্যাক্সেস থাকা মোটেই গ্রহণযোগ্য নয়, এবং এটা কিছুতেই চলতে দেওয়া যায় না।’

ট্রাম্প আরও লিখেছেন,  ‘তিনি (মোনাকো) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি, বিশেষ করে যখন মাইক্রোসফটের সঙ্গে মার্কিন সরকারের বড় বড় চুক্তি রয়েছে।’  

২০২১ সালে হোয়াইট হাউজ ত্যাগের পর ট্রাম্প একাধিক তদন্তের মুখোমুখি হন।

গোপন নথিপত্রের ভুল ব্যবহারের তদন্তের অংশ হিসেবে ২০২২ সালে এফবিআই তার মার-এ-লাগোর বাড়িতে অভিযান চালায় এবং বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ১২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত
বিশ্ব পর্যটন দিবসে সুন্দরবন রক্ষার অঙ্গীকার 
ইসরাইলকে সতর্ক করলো গ্রিস
প্রফেসর ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন
দিনাজপুরে ছাগল ও হুইল চেয়ার বিতরণ
ট্রাম্প প্রশাসনের ৪ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট
রাজবাড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত
গাজা সিটির কার্যক্রম স্থগিত করল এমএসএফ
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা 
১০