ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজায় যুদ্ধবিরতি হলে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তা সমর্থন করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করার পর, শুক্রবার তিনি একথা বলেন।
নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের পেজেশকিয়ান বলেন, যে কোনো সমঝোতা, যা এই ট্র্যাজেডি থামাতে পারে, মানুষের জীবন বাঁচাতে পারে এবং নারী ও শিশুদের দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে পারে— আমরা তা আন্তরিকভাবে সমর্থন করব।
গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ইসরাইলের লাগাতার সামরিক হামলার নিন্দা জানান তিনি।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মানুষ কিভাবে এমন আচরণ করতে পারে?! এমন কিছু ছবি আছে, যা আমিও একজন চিকিৎসক হয়েও দেখতে পারি না।