ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চিকিৎসা সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডার্স’ (এমএসএফ) গাজা সিটিতে ইসরাইলি সামরিক অভিযানের কারণে সেখানে তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে।
শুক্রবার এমএসএফ-এর বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিটি এমন এক সময়ে এলো, যখন ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরে ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। গাজায় থেকে লাখ লাখ মানুষ অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
গাজায় এমএসএফ-এর জরুরি সমন্বয়কারী জ্যাকব গ্রেঞ্জার বলেছেন, ‘ইসরাইলি বাহিনী আমাদের ক্লিনিকগুলোকে ঘিরে রাখায়, আমাদের কার্যক্রম বন্ধ করা ছাড়া আর কোনও উপায় নেই।’
তিনি আরো বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। গাজা সিটিতে চিকিৎসার চাহিদা বিপুল। যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের মধ্যে নবজাতক, মারাত্মক আহত ও গুরুতর অসুস্থ রোগীরা স্থানচ্যুত হতে অক্ষম। তারা চরম বিপদের মধ্যে রয়েছেন।’
হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি উদ্ধারকারী বাহিনী জানিয়েছে, ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন গাজা সিটিতে নিহত হন।
ইসরাইলের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায়, তারা গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।