ট্রাম্প প্রশাসনের ৪ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার ট্রাম্প প্রশাসনকে কংগ্রেস কর্তৃক অনুমোদিত ৪ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ আদালত বলেছে, প্রেসিডেন্টের  পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষমতা রক্ষা করা ‘সাহায্যের প্রাপকদের সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’ বলে মনে হচ্ছে।

তিনজন উদারপন্থী বিচারপতি এ রায়ে দ্বিমত পোষণ করেন। 

বিচারপতি এলেনা কাগান বলেন, মামলাটির ঝুঁকি খুবই গুরুতর।

তিনি বলেন, এখানে প্রশ্ন হলো, জনসাধারণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে নির্বাহী বিভাগ ও কংগ্রেসের ক্ষমতার বিভাজন।

তবে বিচারপতি এলেনা কাগান সমালোচনা করে বলেন, অল্প তথ্য ও কোনো মৌখিক যুক্তি এবং বিচারকদের মধ্যে বিস্তারিত আলোচনার সুযোগ ছাড়াই শুক্রবারের এই জরুরি আদেশ দেওয়া হয়েছে ।

তিনি বলেন, এটি ক্ষমতার বিভাজনের নীতির পরিপন্থী, আমি শ্রদ্ধার সাথে দ্বিমত জানাচ্ছি।

এ বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যয়ে আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন খাত সঙ্কুচিত করার দায়িত্ব দিয়েছেন।

তার প্রধান লক্ষ্য ছিল ইউএসএআইডি, যা বিশ্বের প্রায় ১২০টি দেশে স্বাস্থ্য ও জরুরি সহায়তাসহ মার্কিন মানবিক সহায়তা বিতরণের প্রধান সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-রিটার্ন ব্যবহারের মাধ্যমে আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান ঢাকা চেম্বারের
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
জুমের সোনালি ধানে ঘরে ঘরে খুশির বন্যা 
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা
সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭
দেশকে উন্নত করতে হলে কৃষিকে উন্নয়নের রানওয়ে মনে করতে হবে : কৃষি সচিব
১০