ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডে মৌসুমি ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। আজ শনিবার সরকারিভাবে জানানো হয়েছে, বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, চাও ফ্রায়া নদীর তীরবর্তী বিভিন্ন প্রদেশের ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ প্রাথমিকভাবে গত মঙ্গলবার জানায়, থাইল্যান্ডের মধ্যাঞ্চলে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। তবে, আজ সেই সংখ্যা সাতজনে উন্নীত হয়।
প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আজ আয়ুথায়া প্রদেশে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেছেন।
থাইল্যান্ডে প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানব-সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হওয়ায় মাঝে-মাঝেই বৈরী আবহাওয়া তীব্র হচ্ছে।