ইইউপন্থী ও রাশিয়াপন্থী দ্বন্দ্বে বিভক্ত ভোট দিচ্ছেন মলদোভানরা

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় আজ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটের মাধ্যমে দেশটির  ইউরোপীয়-পন্থী পথচলা অব্যাহত থাকবে, না-কি মস্কোর দিকে ঝুঁকবে, তা নির্ধারিত হতে পারে। 

চিসিনাউ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির সরকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে ‘গভীর হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছে।

ইইউ-বহির্ভূত দেশ মলদোভার জনগণ ব্রাসেলসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অথবা মস্কোর সঙ্গে সোভিয়েত যুগের সম্পর্ক বজায় রাখার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভক্ত।

বেশিরভাগ জরিপে দেখা যাচ্ছে যে ২০২১ সাল থেকে ক্ষমতায় থাকা ইইউ-পন্থী পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) ভোটে এগিয়ে রয়েছে। 

তবে বিশ্লেষকরা বলছেন যে জরিপের এই ফলাফলই চূড়ান্ত নয়।

শুক্রবার এক্স-এ পিএএস-এর ইইউ-পন্থী সভাপতি মাইয়া সান্ডু এক পোস্টে লিখেছেন, ‘মলদোভা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে আমরা কি আমাদের গণতন্ত্রকে মজবুত করে ইইউ-তে যুক্ত হবো, না-কি রাশিয়া আমাদের আবার ‘গ্রে জোনে’ নিয়ে যাবে এবং একটি আঞ্চলিক ঝুঁকি হিসেবে পরিণত করবে।’

এদিকে ইইউ বলেছে, মলদোভা রাশিয়ার কাছ থেকে ‘একটি নজিরবিহীন বিভ্রান্তিকর প্রচারণার’ মুখে মুখে পড়েছে। 

প্রধানমন্ত্রী ডোরিন রিচিয়ান দেশটি ‘ওপর অবরোধ’ সম্পর্কে সতর্ক করেছেন।

এদিকে মস্কো তাদের বিরুদ্ধে অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো, ভোট কিনা ও অস্থিরতা তৈরির করার  চিসিনাউয়ের অভিযোগকে নাকচ করে দিয়েছে।

এদিকে, রাশিয়াপন্থী বিরোধীরা সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে যে ক্ষমতাসীন পিএএস ভোট জালিয়াতির পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৬ বছর পর ঠাকুরগাঁওয়ের রসিক রায় জিউ মন্দিরে দুর্গোৎসব
ঝড়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৫১২ মামলা
নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের টিকিট বিক্রি শেষ
রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের
৩১ দফার পক্ষে জনসমর্থন আদায়ে বাউফলে মতবিনিময় বিএনপির
বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও  নবায়ন কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী
১০