ঝড়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভিয়েতনাম আজ রোববার দেশটির উপকূলীয় অঞ্চল থেকে আড়াই লাখেরও বেশি বাসিন্দাকে টাইফুন বুয়ালোই আঘাতের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। 
টাইফুন বুয়ালোই দেশটির ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি চলতি বছর ভিয়েতনামে আঘাত হানা দশম ঝড়। টাইফুনটি বর্তমানে সমুদ্রে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) বেগে বাতাস বইছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (১২০০ জিএমটি) ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ভিয়েতনামের বৃহত্তম শহর ডানাং থেকে ২ লাখ ১০ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকা হুয়ে বসবাসকারী ৩২ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্পাত উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে পরিচিত হা তিনহ শহরের ১৫ হাজারেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত স্কুল এবং চিকিৎসা কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রায় ১ লাখ ১৭ হাজার সামরিক সদস্যকে মোতায়েন করা হয়েছে। চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঝড়ের সম্ভাব্য গতিপথে থাকা সমস্ত মাছ ধরার নৌযানকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

২৯ বছর বয়সী হা তিন শহরের বাসিন্দা নগুয়েন কুয়ং এএফপি-কে বলেন, ‘আমি কিছুটা চিন্তিত, তবে আশাবাদী যে সবকিছু ভালোই থাকবে। সাম্প্রতিক টাইফুন কাজিকি’র সময় আমরা সবাই নিরাপদে ছিলাম। আশা করি এবারও তেমনই বা তার চেয়ে কম ক্ষতি হবে।’

ভিয়েতনামের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, টাইফুনটি স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার হতে পারে।

কেন্দ্রের পরিচালক মাই ভ্যান খিয়েম বলেন, ‘এটি একটি দ্রুতগামী ও প্রবল শক্তিশালী ঝড়, যার প্রভাব বিস্তৃত এলাকাজুড়ে পড়বে আশঙ্কা রয়েছে। এটি প্রবল বাতাস, ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও উপকূলীয় প্লাবনের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগ তৈরি করতে পারে।’

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে  পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ঝড়গুলো আরও শক্তিশালী হচ্ছে।

দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ১০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে। 

গত বছরের সেপ্টেম্বরে টাইফুন ইয়াগির আঘাতে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে শত শত প্রাণহানি ঘটে এবং এতে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
রাজধানীতে বিদেশি পিস্তলসহ আটক ১
অর্থপাচার মামলায় ফের রিমান্ডে এনায়েত 
রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
দিনাজপুরে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের
বাগেরহাটে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় 
জীবনের সঙ্গে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য : নিরাপদ খাদ্যের চেয়ারম্যান 
কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে চুয়াডাঙ্গায় আলোচনা সভা 
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,২৯৬
১০