ভারতে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভারতের দক্ষিণাঞ্চলে রাজনৈতিক একটি সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ ৩৯ জন নিহত হয়েছে।

মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ জানায়, গত শনিবার তামিলনাড়ু রাজ্যের একটি রাস্তায় জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে নাম লেখানো বিজয়’কে দেখার আশায় প্রায় ২৭ হাজার মানুষ ভিড় জমায়। তবে, সেখানে একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পদদলিত হয়ে ৩৯ জনের প্রাণহানি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গরমের মধ্যে হাজার হাজার মানুষ ঘণ্টার পর ঘণ্টা খোলা আকাশের নিচে রাস্তায় অপেক্ষা করছিল। এসময় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন না থাকার অভিযোগ রয়েছে। রাস্তায় অবস্থানের পাশাপাশি অনেকে সড়কের পাশের গাছে উঠে অপেক্ষা করছিল। একটি গাছের ডাল ভেঙে মানুষজন ভিড়ের মধ্যে পড়ে গেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

তামিলের কারুর জেলায় সুপারস্টার বিজয় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। পদদলনের আকস্মিক ঘটনায় তিনি ভাষণ থামিয়ে দিতে বাধ্য হন।

৫১ বছর বয়সী অভিনেতা বিজয় এক বিবৃতিতে বলেন, মর্মান্তিক ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন আজ সাংবাদিকদের জানান, পদদলিত হয়ে ৩৯ জন নিহত হয়েছে। এর আগে ৩৬ জনের নিহত হওয়ার কথা জানা গিয়েছিল।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে ৯ জন শিশু। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

রাজ্য পুলিশ প্রধান জি. ভেঙ্কটরমন বলেন, বিজয় দুপুরের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন বলে জানানোর পর থেকে জনগণ প্রখর রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। সমাবেশস্থলে পর্যাপ্ত পানি ও খাবারের ব্যবস্থা ছিল না।

তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় বেলা ১১টা থেকে জমায়েত শুরু হয়। তবে, বিজয় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেখানে উপস্থিত হন।

ভেঙ্কটরমন আরো বলেন, ১০ হাজার লোক সমাগমের কথা থাকলেও সেখানে প্রায় ২৭ হাজার মানুষ উপস্থিত হয়।

জোসেফ বিজয় চন্দ্রশেখর ২০২৪ সালে নিজের দল গঠন করেন। আগামী বছর অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনের আগে তার প্রচারণা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ ভিড় করে।
 
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, একটি গাছের ডালে উঠে থাকা সমর্থকরা নীচে অবস্থানরত জনতার উপর পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতে জনসমাগমে প্রায়শই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে এর জন্য দায়ী করা হয়।

গত জানুয়ারিতে একটি প্রধান ধর্মীয় মেলায় পদদলিত হয়ে ৩০ জন নিহত হন।

গত বছরের জুলাইয়ে উত্তর প্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সমাবেশে ১২১ জন নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 
২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে হারানো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
১০