ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন আজ রোববার জানিয়েছে, রাশিয়া রাতভর ‘শত শত’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটিকে আক্রমণ করেছে, যার ফলে শুধু রাজধানীতেই অন্তত চারজন নিহত হয়েছেন। প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের আকাশসীমা সুরক্ষিত করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রুশ হামলার বিরুদ্ধে ব্যবহারের জন্য কিয়েভ ইসরাইলের কাছ থেকে যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে-ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন তথ্য প্রকাশের পর রাশিয়া এ হামলা চালালো।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ইউক্রেনের শহরগুলোর ঘুমন্ত মানুষের ওপড় রাশিয়া ব্যাপকহারে বিমান হামলা চালিয়েছে। আবারও শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আবাসিক ভবন ধ্বংস করে দেওয়া হলো এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটানো হলো।