শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় আরো এক ভিক্ষুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় আহত আরও একজন বৌদ্ধ ভিক্ষু রোববার মারা গেছেন। এ নিয়ে গত বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

কলম্বো থেকে এএফপি জানায়, গত বুধবার রাতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের কুরুনেগালা জেলার একটি মঠের কাছে পাহাড়ের ঢালে ক্যাবল কারটি আছড়ে পড়ে। এতে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ ভিক্ষু তৎক্ষণাত মারা যান। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল।

দেশটির এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, হাসপাতালে থাকা ছয়জন ভিক্ষুর মধ্যে একজন গত রাতে মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, শনিবার মঠের কাছে একটি কবরস্থানে পাঁচজন ভিক্ষুর লাশ দাফন করা হয়েছে। তাদের মধ্যে চারজন শ্রীলঙ্কার এবং একজন রোমানিয়ার।

একজন রুশ ভিক্ষুকে শ্রীলঙ্কান ভিক্ষুদের সঙ্গে দাফন করা হবে বলে মঠের একজন মুখপাত্র জানান। তিনি বলেন, তৃতীয় বিদেশি ভিক্ষু একজন ভারতীয় নাগরিক। তার মরদেহ পরিবারের কাছে ভারতে পাঠানো হয়েছে।

১৩ জন ভিক্ষু মঠের ওপরে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান ইউনিটে যাওয়ার জন্য ছোট একটি অস্থায়ী ক্যাবল কারে চড়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ক্যাবলটি ছিঁড়ে যায়, যার ফলে কেবিনটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে এবং ট্র্যাক ছেড়ে গাছের সঙ্গে আঘাত লাগে।

মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু
মোল্লাহাটে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ 
১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হবে : এসএমপি কমিশনার
নিউইয়র্কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে : তৌহিদ
দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পূজা মণ্ডপ পরিদর্শন
সাতক্ষীরার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
যুবলীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
৪ লাখ ৬৭ হাজার টাকার হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের
শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার কাপ পর্ব শুরু
১০