স্পেনের ভ্যালেন্সিয়ায় ভারী বৃষ্টিপাত: রেড সিগন্যাল জারি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্পেনের পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির আবহাওয়া সংস্থা রোববার রেড সিগন্যাল জারি করেছে। 

গত অক্টোবরে এই অঞ্চলে বন্যায় ২৩৫ জনের মৃত্যু হয়। নতুন করে বন্যার আশঙ্কায় এ সতর্কতা জানানো হয়েছে।

দেশটির রাজধানী মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্পেনের আবহাওয়া সংস্থা (এইএমইটি) রোববার বিকেল ও সন্ধ্যায় এবং সোমবার তারাগোনা, ক্যাসেলন ও ভ্যালেন্সিয়ায় এই ‘ভয়াবহ বিপদ’ সম্পর্কে সতর্ক করেছে।

একই সতর্কতা উল্লেখ করেন।

আবহাওয়া সংস্থার আবহাওয়া সতর্কতার বরাত দিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নাগরিকদের জরুরি পরিষেবার নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা ঘোষণা করেছেন, সোমবার ভ্যালেন্সিয়া নগরীর স্কুল ও কলেজ বন্ধ থাকবে, লাইব্রেরি, পার্ক, বাগান, বাজার ও কবরস্থানসহ পাবলিক স্পেসগুলোও বন্ধ থাকবে।

রোববার বিকেলে নগরবাসীর ফোনে বিপর্যয়কর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে গত অক্টোবরে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা আরও তীব্রতর হয়েছিল।

গত বছর সঙ্কটের অব্যবস্থাপনার অভিযোগে স্থানীয় জনগণ বিক্ষোভ করে। আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করার পরেও আঞ্চলিক কর্মকর্তারা তাদের সময়মতো সতর্ক করেনি বলে তারা অভিযোগ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় জমে ওঠেছে হাটবাজার
মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার
রাজাপুরে ইলিশ রক্ষায় অভিযান বিষয়ক প্রস্তুতিমূলক সভা 
সিরাজগঞ্জে 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে
লালমনিরহাটে সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ
পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করতে বিবিএস ও ইউএনওপিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের
১০