স্পেনের ভ্যালেন্সিয়ায় ভারী বৃষ্টিপাত: রেড সিগন্যাল জারি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্পেনের পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির আবহাওয়া সংস্থা রোববার রেড সিগন্যাল জারি করেছে। 

গত অক্টোবরে এই অঞ্চলে বন্যায় ২৩৫ জনের মৃত্যু হয়। নতুন করে বন্যার আশঙ্কায় এ সতর্কতা জানানো হয়েছে।

দেশটির রাজধানী মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্পেনের আবহাওয়া সংস্থা (এইএমইটি) রোববার বিকেল ও সন্ধ্যায় এবং সোমবার তারাগোনা, ক্যাসেলন ও ভ্যালেন্সিয়ায় এই ‘ভয়াবহ বিপদ’ সম্পর্কে সতর্ক করেছে।

একই সতর্কতা উল্লেখ করেন।

আবহাওয়া সংস্থার আবহাওয়া সতর্কতার বরাত দিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নাগরিকদের জরুরি পরিষেবার নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা ঘোষণা করেছেন, সোমবার ভ্যালেন্সিয়া নগরীর স্কুল ও কলেজ বন্ধ থাকবে, লাইব্রেরি, পার্ক, বাগান, বাজার ও কবরস্থানসহ পাবলিক স্পেসগুলোও বন্ধ থাকবে।

রোববার বিকেলে নগরবাসীর ফোনে বিপর্যয়কর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে গত অক্টোবরে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা আরও তীব্রতর হয়েছিল।

গত বছর সঙ্কটের অব্যবস্থাপনার অভিযোগে স্থানীয় জনগণ বিক্ষোভ করে। আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করার পরেও আঞ্চলিক কর্মকর্তারা তাদের সময়মতো সতর্ক করেনি বলে তারা অভিযোগ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০