যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার নিয়ম কঠোর হচ্ছে

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটিতে স্থায়ী হতে আগ্রহী অভিবাসীদের একটি চাকরি থাকতে হবে, কোনো ধরনের ভাতা দাবি করা যাবে না ও তাদেরকে কমিউনিটি সেবামূলক কাজ করতে হবে। 

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

বর্তমানে যাদের পরিবার যুক্তরাজ্যে রয়েছে এবং যারা পাঁচ বছর ধরে সেখানে বসবাস করছে, তারা ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ বা স্থায়ী বসবাসের জন্য যোগ্য। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যারা যে কোনো ধরনের ভিসায় ১০ বছর আইনত যুক্তরাজ্যে অবস্থান করেছেন তারাও।

এই যোগ্য ব্যক্তিরা যুক্তরাজ্যে বসবাস, কাজ, পড়াশোনা ও সরকারি ভাতা পাওয়ার অধিকার অর্জন করেন এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

তবে নীতিগতভাবে এক বড় পরিবর্তনের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার পরিকল্পনা ঘোষণা করবেন।  

নতুন প্রস্তাব অনুযায়ী, ‘অভিবাসীদের সামাজিক নিরাপত্তায় অবদান  প্রদানের প্রমাণ, অপরাধমুক্ত  রেকর্ড ও কোনো ধরনের সরকারি ভাতা না নেওয়ার শর্ত পূরণ করতে এবং তাদের সম্প্রদায়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে। 
 
লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করবেন। সরকার এ বছরের শেষের দিকে এই পরিবর্তন নিয়ে জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন কট্টর-ডানপন্থী বিরোধী দল রিফর্ম পার্টি বলেছে যে ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং অভিবাসীদের প্রতি পাঁচ বছর পরপর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।  

দলটি বর্তমানে জাতীয় জরিপে এগিয়ে রয়েছে। 

যারা ইতোমধ্যেই স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার রিফর্মের পরিকল্পনাকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করে বলেন, এটি ‘দেশকে ছিন্নভিন্ন করে দেবে।’

যুক্তরাজ্যে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। শাবানা দলের সদস্যদের সতর্ক করেন যে এই সমস্যার সমাধান না হলে, ‘কর্মজীবী মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং রিফর্ম নেতা নাইজেল ফারাজের মিথ্যা প্রতিশ্রুতিকে অনুসরণ করবে’।

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসও সম্মেলনে ভাষণ দেবেন। 

ভাষণে তিনি ‘ব্রিটেনের পুনর্গঠনে বিনিয়োগের প্রতিশ্রুতি’ দেবেন এবং তরুণদের কর্মসংস্থানের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম’র উদ্বোধন
ভোলায় দুর্গোৎসবে মণ্ডপ পরিদর্শনে নৌবাহিনী
নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ রিং জাল বিনষ্ট
লিবিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়
নির্বাচনে পর্যায়ক্রমে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে ইইউ : ইসি সচিব
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে মহাসপ্তমীর অঞ্জলিতে ব্যস্ত পূজারীরা
নভেম্বর মাস থেকে টিসিবি’র পণ্য তালিকায় যোগ হবে চা, লবন, ডিটারজেন্ট ও সাবান : বাণিজ্য উপদেষ্টা
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,১৮৭
খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক : জাহাঙ্গীর চৌধুরী
১০