এটোশার আগুন নেভাতে কয়েকশ’ সৈন্য মোতায়েন করেছে নামিবিয়া

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আফ্রিকার বৃহত্তম সংরক্ষণাগারগুলোর মধ্যে একটি বিশাল এটোশা জাতীয় উদ্যানের এক তৃতীয়াংশে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে আনতে রোববার থেকে কয়েকশ’ সৈন্য মোতায়েন শুরু করেছে নামিবিয়া। 

উইন্ডহোক থেকে এএপপি এই খবর জানায়।

মরুভূমির উত্তরে অবস্থিত এই উদ্যানটি ১১৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল বিশেষ করে বিপন্ন কালো গন্ডার এবং এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে আগুন ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক পরিবেশগত ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই পার্কের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী তিতুঙ্গা এলিজা নুগুয়ারের কার্যালয় ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সরকার জানিয়েছে, ঘটনাস্থলে সেনা, পুলিশ, স্থানীয় এবং অন্যান্য অগ্নিনির্বাপক দলকে সহায়তা করার জন্য রোববার থেকে ৫শ’ অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হবে। 

প্রতিরক্ষামন্ত্রী ফ্রান্স কাপোফি রোববার এএফপি’কে বলেছেন, ‘সেনাবাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সবাই এখনো মাঠে না থাকে তাহলে তারা শীঘ্রই সেখানে পৌঁছে যাবে’।

তিনি বলেছেন, ‘বিভিন্ন অঞ্চল থেকে তাদের মোতায়েন করা হয়েছে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হবে’।

মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী বাণিজ্যিক খামারগুলোতে কাঠকয়লা উৎপাদন কার্যক্রম থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে কমপক্ষে নয়টি হরিণ মারা গেছে।

২২,২৭০ বর্গকিলোমিটার (৮,৬০০ বর্গমাইল) পার্কের প্রধান বৈশিষ্ট্য হল প্রাচীন ইটোশা লবণাক্ত জলাশয়, যা প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এবং ৫০ কিলোমিটার প্রশস্ত এবং বর্ষাকালে বিশাল ঝাঁক ফ্লেমিংগোকে এখানে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০