রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রুশ কর্তৃপক্ষ আজ জানিয়েছে, মস্কো থেকে দূরের একটি শহরে গত রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশু ও তার দাদি নিহত হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া রাতের বেলায় ইউক্রেনে শত-শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করছে। কিয়েভ পাল্টা হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে টার্গেট করার চেষ্টা করছে।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, গত রাতে আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ভোসক্রেসেনস্ক ও কোলোমনা’য় চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

তিনি আরো বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ভোসক্রেসেনস্কে মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে আবাসিক ভবনে ড্রোনের আঘাতের পর আগুন ধরে ৭৬ বছর বয়সী এক নারী ও তার ৬ বছরের নাতির প্রাণহানি ঘটেছে।

ইউক্রেনীয় ড্রোনের আঘাতে ভোসক্রেসেনস্কে আরো বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেনীয় ৮৪টি ড্রোন আটকে দেওয়া হয়েছে। তার মধ্যে চারটি মস্কোতে ভূপাতিত করা হয়েছে।

এর একদিন আগে ইউক্রেনে ১২ ঘণ্টাব্যাপী দফায়-দফায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলায় শুধু কিয়েভে চারজন নিহত হয়েছে। ওই রাতে ইউক্রেনে ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এগুলোর বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পূর্ব স্পেনে ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ‘রেড এলার্ট’ জারি
গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
১০