গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আতিথেয়তা দেবেন। গাজা শান্তি পরিকল্পনার ব্যাপারে নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাও করবেন তিনি।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের। গত রোববার ও সোমবার ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১০ দেশের স্বীকৃতির পর এ বৈঠক নিয়ে বেশ আলোচনা ছিল।

গতকাল রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে গাজার ব্যাপারে একটি সম্ভাব্য সাফল্যের ব্যাপারে বলেন, সবাই প্রথমবারের মতো বিশেষ কিছুর অপেক্ষায় রয়েছে। আমরা এটি করে দেখাবো।

তবে, সাম্প্রতিক দিনগুলোতে সে ধরনের সম্ভাবনাময় কিছু করেননি নেতানিয়াহু। গত শুক্রবার জাতিসংঘে এক প্রতিবাদী ভাষণে নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘কাজ সম্পন্ন করার’ প্রতিশ্রুতি দেন এবং পশ্চিমা দেশগুলোর সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত ফিলিস্তিন রাষ্ট্রকে অবরুদ্ধ করারও অঙ্গীকার করেন।

এএফপি জানিয়েছে, নেতানিয়াহু গাজা সিটিতে সামরিক অভিযান বন্ধ করতে অনিচ্ছুক মনে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সিটি থেকে লাখ-লাখ মানুষ পালিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ট্রাম্প ও নেতানিয়াহু প্রেস কনফারেন্স করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০