ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভিয়েতনাম ও ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা আজ জানিয়েছেন, টাইফুন বুয়ালোই-এর আঘাতে বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং এতে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। দুর্বল হয়ে পড়া বুয়ালোই প্রতিবেশী লাওসে প্রবেশ করেছে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত সপ্তাহে ফিলিপাইনে বুয়ালোই আঘাত হানার পর গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ওই এলাকা থেকে ৪ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়।
আজ ফিলিপাইনের একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সে দেশে বুয়ালোই-এর আঘাতে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের বেশিরভাগই ডুবে মারা গেছে অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
ভিয়েতনামে রোববার গভীর রাতে বুয়ালোই স্থলভাগে আঘাত হানে। এসময় ঘণ্টায় গতিবেগ ছিল ১৩০ কিলোমিটার।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে পেতে অনুসন্ধান চলছে।
ভিয়েতনামে বুয়ালোই-এর প্রভাবে ৪৪ হাজার ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে ‘হা তিন’ প্রদেশে। সেখানে অন্তত ৮০০ বাড়িঘর এবং ৬ হাজার হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে।