টাইফুন বুয়ালোই: ভিয়েতনাম ও ফিলিপাইনে নিহত ৪০

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভিয়েতনাম ও ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা আজ জানিয়েছেন, টাইফুন বুয়ালোই-এর আঘাতে বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং এতে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। দুর্বল হয়ে পড়া বুয়ালোই প্রতিবেশী লাওসে প্রবেশ করেছে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত সপ্তাহে ফিলিপাইনে বুয়ালোই আঘাত হানার পর গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ওই এলাকা থেকে ৪ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়।

আজ ফিলিপাইনের একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সে দেশে বুয়ালোই-এর আঘাতে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের বেশিরভাগই ডুবে মারা গেছে অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

ভিয়েতনামে রোববার গভীর রাতে বুয়ালোই স্থলভাগে আঘাত হানে। এসময় ঘণ্টায় গতিবেগ ছিল ১৩০ কিলোমিটার।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে পেতে অনুসন্ধান চলছে।

ভিয়েতনামে বুয়ালোই-এর প্রভাবে ৪৪ হাজার ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে ‘হা তিন’ প্রদেশে। সেখানে অন্তত ৮০০ বাড়িঘর এবং ৬ হাজার হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০