আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:০৫

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আর্জেন্টিনার সরকার মঙ্গলবার জানিয়েছে, পেরু কর্তৃপক্ষ তিন তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীকে আটক করেছে। এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ‘তিনজন হত্যাকাণ্ডের মামলায় দুই পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য পেরুর জাতীয় পুলিশকে আমি অভিনন্দন জানাই।’ 

সন্দেহভাজন ব্যক্তিকে ‘লিটল জে’ নামে শনাক্ত করা হয়েছে। তাকে লিমা থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে পুকুসানা শহরে থেকে আটক করা হয়।

এর আগে, বুলরিচ ঘোষণা করেছিল যে, মামলার আরেক অভিযুক্ত মাতিয়াস ওসোরিওকেও পেরুতে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহে, ২০ বছর বয়সী দুই চাচাতো বোন মোরেনা ভার্দি এবং ব্রেন্ডা ডেল কাস্তিয়ো এবং ১৫ বছর বয়সী লারা গুটিয়েরেজের মরদেহ বুয়েনোস আইরেসের দক্ষিণাঞ্চলের একটি বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তারা ১৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এই মরদেহগুলো পাওয়া যায়। 

বুয়েনোস আইরেসের নিরাপত্তামন্ত্রী হাভিয়ের আলোনসোর জানান, মাদক চুরির অভিযোগকে কেন্দ্র করে ‘সতর্কতা’ হিসেবে ৪৫ সদস্যে সীমাবদ্ধ একটি সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে ওই তিনজনকে নির্যাতন করে হত্যা করা হয়।

‘লিটল জে’ নামে পরিচিত এই সন্দেহভাজন মূলহোতা একজন পেরুভিয়ান নাগরিক। তার বয়স আনুমানিক ২০ বছর, এবং তিনি বুয়েনোস আইরেসের জাভালেতা এলাকায় একটি মাদকচক্র পরিচালনা করেন বলে ধারণা করা হচ্ছে।

 স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ২৩ বছর বয়সী ওজোরিওকে ‘লিটল জে’ এর ডানহাত হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
১০