ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ধসে পড়া একটি মাদ্রাসার ধ্বংসাবশেষের নিচে এখনও প্রায় ৯১ জন শিক্ষার্থী আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে জাতীয় দুর্যোগ ও প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শিক্ষার্থীদের হাজিরার তথ্যের ভিত্তিতে, ভবনটির ধ্বংসস্তুপের নিচে ৯১ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।