যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৩:৩০

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনসাপূর্ণ অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার একটি সামরিক একাডেমি থেকে নিরাপত্তা বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

একটি মেডেল, একটি লাল বেরেট এবং একটি কালো টিউনিক পরিধান করে মাদুরো বোলিভারিয়ান সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ‘নিরাপত্তা বিষয়ক’ ডিগ্রি গ্রহণ করেন। এটি ভেনিজুয়েলার ১২টি সামরিক একাডেমির একটি। বর্তমানে দেশটি এর উপকূলের কাছে ছয় সপ্তাহ ধরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মুখোমুখি রয়েছে।

মার্কিন বাহিনী দাবি করেছে, তারা ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের দিকে মাদক বহনকারী নৌকাগুলো ধ্বংস করেছে। অন্যদিকে, কারাকাস এই যুদ্ধজাহাজ মোতায়েনকে অবরোধের শামিল বলে বর্ণনা করেছে।

মাদুরো তার টুপি সম্পর্কে বলেন, ‘আমার টিউনিক এবং যুদ্ধের বেরেট আছে,‘ যা তার প্রয়াত পরামর্শদাতা, সমাজতান্ত্রিক আইকন হুগো শ্যাভেজ পরতেন এমন একটি টুপির কথা মনে করিয়ে দেয়।’

মাদুরো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বক্তব্য দেন।

তিনি দেশকে উচ্চ সতর্কতায় রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্ষমতা অর্জনের জন্য জরুরি অবস্থা জারি করার প্রস্তুতির কথা জানান।

মাদুরো বলেন, তার প্রতিক্রিয়া জাতীয় শক্তি প্রদর্শন এবং ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ নাকচ করে বলেন, ভেনিজুয়েলার সামরিক বাহিনী মাদক চক্রের সঙ্গে যুক্ত নয়।

মাদুরো বলেন, ‘আমি মার্কো রুবিওর মন্তব্যের নিন্দা জানাচ্ছি এবং  আমাদের সৈনিকদের নৈতিকতার পক্ষে সমর্থন দিচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরো নিজেই একটি মাদক চক্র পরিচালনা করেন এবং মাদক পাচার দমন করতেই এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের জন্য ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ভেনিজুয়েলা এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন হয়তো  মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি হামলার মহড়া হতে পারে। 

পশ্চিমা বিশ্বের অনেকেই তাকে একজন দমনমূলক এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শাসক হিসেবে দেখে, যিনি গত দুটি নির্বাচন জালিয়াতির মাধ্যমে জয়ী হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
১০