ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৫:১৯

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে একটি ধসে পড়া মাদ্রাসা ভবনের কাছে বুধবার অভিভাবকরা অপেক্ষা করছেন।

এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সিদোয়ার্জো শহরে বহুতল ভবনটি ধসে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো আরও ৩৮ জন নিখোঁজ রয়েছে।

মাদ্রাসাটির একজন শিক্ষার্থীর ৪২ বছর বয়সী মা তার ১৫ বছর বয়সী ছেলের খবরের জন্য মরিয়া হয়ে ধসে পড়া বোর্ডিং স্কুলের বাইরে কাঁদছিলেন।

কাদুরার কাছের একটি দ্বীপের বাসিন্দা কোইয়িমাহ নামের ওই নারী বলেন, আমি প্রথমে এখানে বসবাসকারী আমার আত্মীয়দের কাছ থেকে ধসের খবর শুনি। এতে আমি হতবাক হয়ে যাই।

তিনি আরো বলেন, দূরে থাকায় আমি কিছুই করতে পারিনি।

কোইয়িমাহ আরো বলেন, ‘আমি আর সহ্য করতে পারছিলাম না। সর্বশেষ খবরের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। আমি অস্থির ছিলাম এবং মানসিক যন্ত্রণায় বাসায় টিকতে না পেরে, এখানে ছুটে এসেছি।’ 

তিনি বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন।’

উদ্ধারকারী দল মাঠে থাকাকালে কাছাকাছি উপকূলে আঘাত হানা ভূমিকম্প তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে একজন স্কুল কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে গত নয় মাস ধরে ভবনটিতে নির্মাণ কাজ চলছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারির মতে, মাদ্রাসাটির চতুর্থ তলায় নতুন নির্মাণ সামগ্রীর ওজন সহ্য করতে না পারায় ভবনটি ভেঙে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০