ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের নাইজার নদীতে নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।
বুধবার কোগি রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।
রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফেমি ফানো এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, ব্যবসায়ীরা নৌকায় করে বাজারে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এতে দুর্ভাগ্যজনকভাবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।