রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৫০

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : তিন বছরেরও বেশি সময় আগে মস্কোর ইউক্রেন হামলার পর থেকে যারা রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখেছে বুধবার তাদের টার্গেট করে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জি-৭ অর্থমন্ত্রীরা। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র সাতটি উন্নত অর্থনীতির গ্রুপের কর্মকর্তারা একমত হয়েছেন যে, ‘রাশিয়ার তেল রপ্তানির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের’ সময় এসেছে।

এই চাপ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর প্রয়োজনীয় রাজস্বের ওপর আঘাত হানবে।

মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন হামলার পর থেকে যারা রাশিয়ার তেল ক্রয় বৃদ্ধি করে চলেছে এবং যারা প্রতারণার সুযোগ করে দিচ্ছে আমরা তাদের টার্গেট করে কাজ করব।’

তারা আরো জানান, রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টায় শুল্কসহ বাণিজ্য ব্যবস্থার গুরুত্ব’ ও আমদানি বা রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে তারা একমত হয়েছেন।

দেশগুলো ‘রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নে সহায়তাকারী দেশ এবং সত্তার ওপর বাণিজ্য ব্যবস্থা ও অন্যান্য বিধিনিষেধের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে, যার মধ্যে রাশিয়ান তেল থেকে প্রাপ্ত পরিশোধিত পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।’

রাশিয়ান তেলের ক্রেতাদের টার্গেট করে ও ইউরোপীয় ইউনিয়ন যদি একই ধরণের পদক্ষেপ নেয় সেক্ষেত্রে শুল্ক বৃদ্ধি করতে প্রস্তুত বলে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইঙ্গিত প্রদানের পর পরই গ্রুপটির এই বিবৃতি এসেছে।

এক কর্মকর্তার জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভারতের মতো তেল ক্রেতাদের টার্গেট করে ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে শুল্ক আরোপের সম্ভাবনা উত্থাপন করেছিলেন।

সেপ্টেম্বরে, ইউরোপীয় কমিশন আরো জানায়, ট্রাম্পের চাপের মুখে তারা ব্লকে রাশিয়ান তেল আমদানির ওপর সম্ভাব্য শুল্ক আরোপের বিষয়ে কাজ করছে।

মার্কিন নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হওয়ার আগে ইউরোপকে মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার দাবি জানান।

এই মাসে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে জি-৭ মন্ত্রীরা আবার দেখা করার পরিকল্পনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০