ইউক্রেনে রুশ ড্রোন হামলায় একই পরিবারের সবাই নিহত

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৫১

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : শেষবার নাটালিয়া তার প্রতিবেশী অ্যালিওনা লেসনিচেঙ্কোকে দুই সন্তানকে জন্য খাবার কিনতে দেখেছিলেন।

অ্যালিওনা সম্পর্কে নাটালিয়া বলেন, ‘তারা (সন্তানরা) যা চেয়েছিল, মা (অ্যালিওনা) তা প্রায় সবই কিনেছিলেন। মিষ্টি, লেবুর শরবত, পাই, সসেজ, পনির, সবকিছুই।’

তিনি আরও জানান, অ্যালিওনা চাইতেন তার সন্তানদের কোনো ক্ষতি না হোক। কিন্তু মঙ্গলবার সকালে রাশিয়ার ড্রোন তাদের বাড়িতে হামলা চালায়। এতে আর কেউ বাঁচাতে পারল না।

এএফপি’র তথ্য অনুযায়ি, ওই হামলায় ইউক্রেনের চেরনেচচিনা গ্রামের ২৬ বছর বয়সী অ্যালিওনা লেসনিচেঙ্কো, তার স্বামী এবং চার ও ছয় বছর বয়সী দুই ছেলে নিহত হন।

প্রতিবেশী নাটালিয়া বলেন, অ্যালিওনা অন্তঃসত্ত্বা ছিলেন। কিছু দিনের মধ্যেই তিনি যমজ সন্তানের মা হতে যাচ্ছিলেন।

বুধবার চেরনেচচিনায় পরিবারটির অন্ত্যেষ্টিক্রিয়ায় স্থানীয়রা শোক ও বিস্ময় প্রকাশ করেন। আলিনা লাগোয়াদা নামে এক আত্মীয় বলেন, ‘পুরো যুদ্ধে এখানে কোনো হামলা হয়নি। এটা কেন করা হলো?’

প্রতিবেশী লুবভ পানচেনকো এএফপিকে জানান, অ্যালিওনার স্বামী ওলেকজান্ডার একজন সৈনিক ছিলেন। তিনি সামনের সারিতে যুদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, ‘সে (ওলেকজান্ডার) লড়াই করে ফিরেছিল। তারপরই এরকম ঘটনা ঘটল।’

শোকয়াত্রা দেখতে কয়েকশ’ স্থানীয় বাসিন্দা রাস্তার ধারে জড়ো হন। তাদের মধ্যে অনেকে ফুল ছিটিয়ে দেন। আবার কেউ কেউ নীল ও হলুদ রঙের ফুলের তোড়া বহন করেছিলেন, যা ইউক্রেনের পতাকার রঙকে নির্দেশ করে।

স্থানীয় কাউন্সিলর ওকসানা চেরনোভা বলেন, ‘এই পরিবারটির সবাই সব সময় একসঙ্গে থাকতেন।’ তিনি আরও বলেন, ড্রোনটি আঘাত হানার সময় বাচ্চারা হয়ত উঠে দাঁড়ানোর সুযোগও পায়নি।

নাটালিয়া জানান, অ্যালিওনার ছেলেরা অনেক শান্ত ছিল এবং তারা তাকে ‘নানী’ বলে ডাকত। তিনি আক্ষেপ করে বলেন, ‘তারা ভালো মানুষ ছিল। কিন্তু তারপরও তাদের এভাবে মৃত্যু হল।’

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুসারে, সেপ্টেম্বরে রাশিয়া প্রতিদিন গড়ে প্রায় ১৮৮টি ড্রোন নিক্ষেপ করেছে। যা আগের মাসের তুলনায় এক-তৃতীয়াংশেরও বেশি।

মস্কোতে বিশাল সামরিক কুচকাওয়াজের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের সাময়িক ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করেন। এটি শেষ হওয়ার পর গত ১০ মে থেকে প্রতিদিনই ইউক্রেনে ড্রোন হামলা চালানো হচ্ছে।

কিয়েভ বলছে, এসব হামলা সাধারণত ইরানি নকশায় তৈরি সস্তা ‘শাহেদ’ ড্রোন দিয়ে করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ইউক্রেনের জনগণকে আতঙ্কিত করা।

বিমান বাহিনী দাবি করছে, তারা বেশিরভাগ ড্রোনই গুলি করে ভূপাতিত করেছে। কিন্তু হামলার মাত্রা ক্রমেই বাড়ছে এবং সাধারণ মানুষ প্রাণহানির মুখোমুখি হচ্ছে। এ কারণে চেরনেচচিনা মতো গ্রামীণ এলাকার মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল
নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬
বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ : হাসনাত আব্দুল্লাহ
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
১০