ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : উদ্ধারকর্মীরা ইন্দোনেশিয়ার একটি ধসে পড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে ‘আর কোন জীবনের চিহ্ন’ খুঁজে পায়নি। ওই দুর্ঘটনায় ৫৯ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দেশটির একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার সিদোয়ারজো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ানতো সোমবার পূর্ব জাভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা তাপীয় ড্রোনের মতো উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেছি এবং সেখানে জীবনের আর কোনো চিহ্ন নেই।’