লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৫:১৭

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ইসরাইলের হামলায় দুইজন নিহত হয়েছেন।

নভেম্বরে ইসরাইল ও জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এটি ইসরাইলের চলমান প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জারমাক-খারদালি সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি হামলায় প্রাথমিকভাবে দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। এলাকা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এসব হামলা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের অবস্থান লক্ষ্য করে করা হচ্ছে।

এক বছরেরও বেশি সময় ধরে চলা বৈরিতা এবং দুই মাসের সরাসরি যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে ইরান-সমর্থিত এ সংগঠনের সঙ্গে তেল আবিব যুদ্ধবিরতি চুক্তি করে। কিন্তু এরপরও হামলা অব্যাহত রয়েছে।

এছাড়া ইসরাইল দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন রেখেছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ১০৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে। সংস্থাটি এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

তীব্র মার্কিন চাপ ও ইসরাইলি সামরিক অভিযানের আশঙ্কায় লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করছে। দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে এ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না থুরাম
পটুয়াখালীতে ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ 
রাজধানীর নাখালপাড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল
১০