মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৪:২৬

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দরের আকাশ সীমায় বেশ ক’টি ড্রোন দেখা গেলে সেখানাকার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র শুক্রবার ভোরে এএফপি’কে এ তথ্য জানিয়েছেন। ইউরোপ জুড়ে একই ধরণের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। 

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এরআগে ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরে সম্প্রতি অজ্ঞাত ড্রোন দেখা গেলে চলাচল স্থগিত করা হয়।  

এদিকে ড্রোন উড়ানোর জন্য রোমানিয়া ও এস্তোনিয়া রাশিয়ার দিকে আঙুল তুলেছে। তবে রাশিয়া এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বিমানবন্দর ১৭টি ফ্লাইট বাতিল করলে আটকে পড়েছেন তিন হাজার যাত্রী। বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৫টি আগত ফ্লাইটের যাত্রাপথ ঘুরিয়ে সেগুলোকে স্টুটগার্ট, নুরেমবার্গ, ভিয়েনা এবং ফ্রাঙ্কফুর্টসহ অন্যান্য নগরীতে পাঠানো হয়েছে।

মিউনিখে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ‘ক্যাম্প বেড স্থাপন করা হয়েছে এবং কম্বল, পানীয় ও খাবার সরবরাহ করা হয়েছে।’

তবে আবার কখন ফ্লাইটগুলো চালু হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে জানায়নি।

পুলিশের এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৯৩০ টার দিকে বিমানবন্দরের আশেপাশে বেশ ক’টি ড্রোন দেখতে পান এবং এক ঘন্টা পরে আবারো ড্রোন দেখতে পান। যার ফলে উভয় রানওয়ে এক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়।

ড্রোনগুলো কোথা থেকে এসেছে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ।

মুখপাত্র জানান, পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে কিন্তু ‘ড্রোনের ধরণ ও সংখ্যা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।’

জার্মানির অক্টোবর ফেস্টের শেষ সপ্তাহের আগে এই ঘটনা ঘটেছে। সময়টিতে প্রতিদিন লাখ লাখ মানুষ মিউনিখে আসেন।

ডেনমার্কে ড্রোন দেখা যাওয়া এবং এস্তোনিয়া ও পোল্যান্ডে মস্কোর হাই-প্রোফাইল বিমান হামলার ফলে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ইউরোপের সীমান্ত পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা আরো বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে
গাজার শেষ নৌবহরটি আটক করেছে ইসরাইল : আয়োজক
নাটোরে রঙ বিলাস আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
ভবন আছে, কর্মী নেই: সংকটে মাদারীপুর আইএইচটি
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
১০