আয়ারল্যান্ডে ঝড়ে একজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২১

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপর ঝড় অ্যামি আঘাত হেনেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি ডোনেগালে ঝড়ের আঘাতে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বিস্তারিত কিছু না জানিয়ে আয়ারল্যান্ডের পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি বাসভবনে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ঝড়ে মারাত্মক আহত হয়ে পরে মারা যান।

শুক্রবার ভয়াবহ এই ঝড়ের প্রভাবে ব্রিটেন ও আয়ারল্যান্ডে ঝড়ো হাওয়া, ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাকৃতিক দুর্যোগটির কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আয়ারল্যান্ডের আবহাওয়া পরিষেবা মেট আইরিয়ান জানিয়েছে যে, পশ্চিম উপকূলে তীব্র বাতাসের সাথে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) বেগে ঝড়ো হাওয়া বইছে।

আয়ারল্যান্ডের বিদ্যুৎ অপারেটর ইএসবি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে প্রায় ১ লাখ ৮৪ হাজার বাড়ি, খামার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ডাবলিন-বেলফাস্ট ট্রেন লাইনে গাছ উপড়ে পড়ার কারণে ট্রেনটি ওই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে গাছ ভেঙ্গে পড়ায় ও বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনের আরও বেশ কয়েকটি রুটের চলাচল ব্যাহত হয়েছে।

ডাবলিন বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, ৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরে আগত নয়টি ফ্লাইটকে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার উত্তর আয়ারল্যান্ডে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার বেগে বাতাসের গতির একটি নতুন অস্থায়ী রেকর্ডও রেকর্ড করা হয়েছে।

তীব্র বাতাসের কারণে যুক্তরাজ্যের বেশিরভাগ অঞ্চলের স্কুলগুলোকেও তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে উত্তর আয়ারল্যান্ডে প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল বলে অঞ্চলটির বিদ্যুৎ অপারেটর জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০