ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা ইসরাইলে হামলা চালিয়ে আসছে।
ইসরাইলি সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে।
এদিকে হুথিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলার জবাবে তারা এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।
ইরান সমর্থিত হুথিরা প্রায়ই ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই ইসরাইলি বাহিনী প্রতিহত করে।
কিন্তু গত মাসে, হুথিদের ছাড়া একটি ড্রোন হামলা ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পর্যটন শহর ইলাতে আঘাত হানে এবং এতে ২২ জন আহত হয়।
এর জবাবে, ইসরাইলি বাহিনী ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় হুথি-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
হুথিদের মতে, ইসরাইলি ওই হামলায় কমপক্ষে নয় জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।