
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : পশ্চিম স্লোভাকিয়ায় গতকাল রোববার সন্ধ্যায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তরে স্বাতি জুর ও পেজিনোকের মধ্যে এ সংঘর্ষ হয়।
ট্রেনগুলোতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুর্ঘটনাস্থল থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্তোক বলেন, আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন।
তিনি আরো বলেন, তবে গুরুতর আহত ১১ জনকে ব্রাতিস্লাভা হাসপাতালে ভর্তি করা হয়েছে।