ভেনেজুয়েলার মাদুরোর সঙ্গে আলোচনা হতে পারে ট্রাম্পের

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৮

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে উত্তেজনা বেড়েছে। 

তিনি আরও বলেন, মেক্সিকোর অভ্যন্তরে মার্কিন মাদক বিরোধী অভিযানের সাথে তিনি একমত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভেনেজুয়েলা এবং মেক্সিকোসহ বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে অবস্থিত মাদক পাচারকারীদের মোকাবেলা করার জন্য ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছেন।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি নিকোলাস মাদুরোর সাথে আলোচনা করবো।’  তিনি মাদুরোর সাথে কথা বলবেন কিনা জানতে চাওয়া হলে তিনি তার জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  ‘যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেননি।

তিনি বলেন, ভেনেজুয়েলার প্রতি মনোযোগ দেওয়া দরকার। তারা লাখ লাখ মানুষকে কারাগার থেকে আমাদের দেশে পাঠিয়েছে।

কয়েক ঘন্টা পর, মাদুরো তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘যারা ভেনেজুয়েলার সাথে কথা বলতে চান’ তাদের সাথে ‘মুখোমুখি’ আলোচনায় বসতে প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে জাতীয় যুবশক্তির নিন্দা ও উদ্বেগ 
জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ: হামাস
স্বদেশ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মাকসুদুরের দুটি সঞ্চয়পত্র জব্দ
বাজেট কফি চেইন এলএপিকে ঘিরে বিতর্ক, বার্লিনে ক্ষোভ-প্রতিবাদ
বাগেরহাটের ডিসি মো. বাতেনের কর্মস্থলে যোগদান
দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক
ভেনিজুয়েলায় মাদুরোর সমালোচনার দায়ে চিকিৎসকের কারাদণ্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মৌখিক পরীক্ষা শুরু
১০