ফিরে দেখা-জুলাই গণঅভ্যুত্থান ২০২৪

সিলেটে গ্রেপ্তার আতঙ্ক, ১০ মামলা ১৬ হাজার আসামি, সাংবাদিক তুরাব হত্যা মামলা গ্রহণ হয়নি 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২০:৪০ আপডেট: : ২৫ জুলাই ২০২৫, ২০:৪৯
সাংবাদিক আবু তাহের মো. তুরাব। ফাইল ছবি

সিলেট, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : গত বছর জুলাই অভ্যুত্থানে আজকের দিনটি সিলেটে আন্দোনকারী ও বিরোধী মতের মানুষের জন্য ছিল গ্রেপ্তার আতঙ্কের দিন। ১৭ থেকে ২৩ জুলাই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষসহ নানা অভিযোগ অভিযোগ এনে সিলেটের বিভিন্ন থানায় ১৬ হাজার জনকে আসামি করে ১০টি মামলা দায়ের করে পুলিশ। এতে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীসহ অনেকের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তার করা হয় ১২৮ জনকে।

তবে, পুলিশের গুলিতে সাংবাদিক আবু তাহের মো. তুরাবের শহীদ হওয়ার বিষয়ে মামলা গ্রহণ করা হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম জানান, ২০ জুলাই থেকে কারফিউ শুরু হয় এবং একইদিন সন্ধ্যা থেকে সিলেট জুড়ে ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে আন্দোলনে নেতৃত্বদারকারী সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কৌশলী অবস্থান নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে হয়। ২৫ জুলাই পর্যন্ত সিলেট নগরে ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থী, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিলেন।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ১৯ জুলাই সিলেট নগরের কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এই ঘটনায় মামলা দায়ের করতে তার ভাই আবুল আহসান মো. আজরফসহ আমরা কোতোয়ালী থানায় যাই। অজ্ঞাতনামা ৮-১০ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি অভিযোগ হিসেবে গ্রহণ করেনি থানা পুলিশ। নথিভুক্ত করা হয় সাধারণ ডায়েরি হিসেবে। সেই সময় কোতোয়ালী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ইতোমধ্যে পুলিশ একটি মামলা দায়ের করায় আরেকটি হত্যা মামলা গ্রহণ সম্ভব হচ্ছে না। পরে, তারা এটিকে সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচির কারণে বন্ধ থাকা রেল যোগাযোগ এইদিন থেকে আবারও শুরু করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে রেল কর্তৃপক্ষ। ফলে, সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সিলেট নগরে দোকানপাঠ খোলা হলেও ক্রেতা উপস্থিতি ছিল না। ব্যাংক লেনদেনও স্বাভাবিক হয়নি। বিদ্যুতের প্রিপেইড কার্ড সংগ্রহের জন্য নগরে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
আমার শহরে জুলাই অভ্যুত্থান / নগরীতে চলে গণগ্রেপ্তার, থমথমে ছিল কুমিল্লা
নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু
২৭ জুলাই : আরও দুই সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেয় ডিবি, ৩ দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
১০