আমার শহরে জুলাই অভ্যুত্থান

শহরে পুলিশি তৎপরতা জোরদার করা হয়

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:০৮
প্রতীকী ছবি

মেহেরপুর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে তখনও মেহেরপুর ছিল শান্ত। সারাদেশে মিছিল মিটিং হলেও মেহেরপুরে কোনো মিছিল মিটিং করেনি ছাত্র সমাজ। তবে এর মারাত্মক প্রভাব পড়েছিল ছোট-বড় সব ব্যবসা প্রতিষ্ঠানে।

২৮ জুলাই মেহেরপুর শহরে লোকজনের উপস্থিতি ছিল স্বাভাবিক। তবে পুলিশের টহল জোরদার করা হয়েছিল। একসাথে তিন চারজন চলাচল করলেও তাদের বাধা দেওয়া হচ্ছিল। এদিন কোটা সংস্কার আন্দোলন থেমে গেছে মনে করে শান্তিপ্রিয় জনগণের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব লক্ষ্য করা যায়। মেহেরপুরের বাসিন্দারা টেলিভিশনসহ  বিভিন্ন মাধ্যমে সারা দেশের খবরাখবর পেলেও এদিন তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি মানুষের মধ্যে।

মেহেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শিক্ষক খন্দকার মুইজ উদ্দীন বলেন, ‘২০২৪ সালের ২৮ জুলাই অন্যান্য জেলার শিক্ষার্থীদের সাথে কথা হয় । সবার মনেই একটা হতাশা এই ভেবে যে, আন্দোলন শেষমেশ থেমে যেতে পারে। আমার মনেও হতাশা উঁকি দিয়ে গেল। মনে হল, একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটাও কি শেষ হয়ে যাবে!’

তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে জানতাম মেহেরপুর আন্দোলন করা অনেক কঠিন কাজ। সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আগে বেশ কয়েকবার মানববন্ধন করেছি। সেখানেই মানুষ পাওয়া খুবই কঠিন হয়েছে। আর এটা তো একটা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলন। এখানে প্রশাসনের পোষা বাহিনী আছে।  তাদের দমন নিপীড়নের ভয় আছে। এই অবস্থায় কতজন মানুষকে পাশে পাওয়া যাবে সেটাও অনিশ্চিত।

তিনি আরো বলেন, ‘সারাদিন নিজের কাজ আর ক্লাসের ফাঁকে সবার সাথে আলোচনা করি। রাত দশটার পরে আমার এক বন্ধুর সাথে চা খেতে বের হই। দুজন মিলে আলোচনা করেও মেহেরপুরে আন্দোলন গড়ে তোলার  কোনো সম্ভাবনা দেখতে পেলাম না। এখানকার মানুষ খুব শান্তিপ্রিয় এবং ভীত। তাই কোনো আন্দোলনেই তাদের পাশে পাওয়া যায় না!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০