বৈষম্যবিরোধী আন্দোলকারী ও ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি মিছিলে উত্তপ্ত ছিল মেহেরপুর

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:৩৮
ফাইল ছবি

দিলরুবা খাতুন

মেহেরপুর,৪ আগস্ট, ২০২৫ (বাসস): ২৪ সালের ছাত্র জনতা গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র ও ছাত্রলীগ যুবলীগ পাল্টাপাল্টি মিছিলে উত্তপ্ত ছিল জেলা।

যদিও ৩ আগস্ট থেকে উত্তপ্ত হওয়ার ভয় আতঙ্ক বিরাজ করছিল। ৪ আগস্ট বেলা ১১টার দিকে সরকার পতনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জেলা শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা।  

মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এবং সরকার পতনের দাবি করে বিভিন্ন স্লোগান তুলে আন্দোলনকারী ছাত্ররা। মেহেরপুর সরকারি কলেজ মোড় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল। মিছিলে আন্দোলনকারীরা স্লোগান দেয় ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি/ আমার ভাই মরলো কেন, শেখ হাসিনা জবাব দে/ দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত/ আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার/ আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই/ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে” এই ধরনের বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা । মিছিল চলাকালীন সময়ে শহরের মোড়ে মোড়ে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

শহরে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মোড়ে এলাকায় মিলিত হয়। স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ছবি ধারণ করায় মিছিলের যুবকেরা যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযমের মোবাইল ও ক্যামেরা কেড়ে নেয়। প্রথম আলোর সাংবাদিক আবু সাইদকে শারীরিক লাঞ্ছিত করে ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও শিক্ষক খন্দকার মুইজ উদ্দিন বলেন, ৩১ জুলাই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান বন্ধ করে দেয়ার পর থেকে প্রশাসন ও সরকারের সন্ত্রাসী সংগঠন কঠোর হয়ে ওঠে আমাদের আন্দোলনের বিরুদ্ধে। বিভিন্নভাবে আমাদের হুমকি-ধামকি দিতে থাকে। বাধ্য হয়ে অনেকে বাড়ি ছাড়া হয়ে যায়। ২ আগস্ট আমার বন্ধু রনি আন্দোলন করার জন্য আমাকে অনুরোধ করে। দেশের এ অবস্থা আর আমরা মেহেরপুরে এখনো বসে আছি। আমি তাকে বোঝালাম প্রশাসনিক এবং জনপ্রশাসন মন্ত্রীর এলাকা হওয়ায় সবাই খুবই চাপে আছি। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই আমরা ছয় সাত জন প্রেসক্লাবের সামনে মিছিল করব যা হওয়ার হবে। 

‘এরই মধ্যে ৩ তারিখে হাসনাত আমাকে বলে সে বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনৈতিক এবং অরাজনৈতিক মিলে প্রায় এক হাজার লোকের একটা গ্রুপ তৈরি করেছে। আমি যেন সিনিয়র হিসেবে হাল ধরে নেতৃত্ব দিই। অন্যদিকে প্লাবনও প্রায় কয়েকশো শিক্ষার্থীর একটা গ্রুপ করে। সেই সঙ্গে সাব্বির ইমতিয়াজ তাহসিন এরাও অ্যাকটিভ হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠক বলেন ‘হঠাৎ আমরা শুনলাম ১১টার পরে কলেজ মোড় থেকে একটা মিছিল শুরু হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারলাম না যে কারা শুরু করেছে।  প্রায় ১৫-২০ মিনিট পরে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে মিছিল নিয়ে কলেজ মোড়ের দিকে আসছে। মিছিল কলেজ মোড়ে আসতে আসতে আমরাও সেই মিছিলে যোগ দিলাম কয়েকজন। শহরের বিভিন্ন সড়কে মিছিল শেষে বাসস্ট্যান্ড মিছিলটি শেষ হলো।। আর তখনই আমরা শুনলাম যুবলীগ এবং ছাত্রলীগ হামলা করার জন্য কলেজ মোড় দখল করেছে। বাসস্ট্যান্ডে যাওয়ার পরে মিছিল শেষে অনেকেই বাড়িতে ফিরে যাচ্ছিল। সেই সময়ে পেট্রোল বোমাসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত ছাত্রলীগ কলেজ মোড় থেকে শিক্ষার্থীদের উসকানি দিতে থাকে এবং ইট পাটকেল ছুড়তে থাকে সংঘর্ষ তৈরির জন্য। আমি, ইমতিয়াজ, অন্তরসহ কয়েকজন ছাত্রদের অনুরোধ করি কোনোরকম পালটা জবাব দেয়ার দরকার নাই।’

শিক্ষক খন্দকার মুইজ উদ্দিন বলেন, ‘৪ আগস্ট বিকেলে আমার বাড়িতে মিটিংয়ে বসলাম। মিটিং শেষে যখন সবাই ফিরে যাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ ছাত্রদের ধাওয়া করে সবাই কোনোরকম পালিয়ে এসে আবার আমার বাড়িতে আশ্রয় নেয়। ৪ তারিখ রাতে আমরা সবাই বাঁশের লাঠিসহ পতাকা, মেডিকেল ইকুইপমেন্ট এবং টিয়ারশেল থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করলাম। আমি ব্যক্তিগতভাবে আলাদা একটা গ্রুপ তৈরি করলাম যেখানে ১৫-২০ জন ছিল যারা থাকবে মিছিলের সামনের সারিতে এবং আমার সঙ্গে  গুলি খেতে প্রস্তুত।  রাতে আমরা খবর পেলাম পুলিশের দুইটা গাড়ি ঢুকেছে মেহেরপুরে এবং আমরা নিশ্চিত হলাম যে ৫ তারিখে একটা কিলিং অপারেশন হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নালায় পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট 
দ্রোহের মিছিলে সিলেটের গ্রামীণ জনপদ, দিনভর সংঘর্ষ ও গুলিতে নিহত ৬
স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের জরুরি সতর্কতা: খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট 
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
জুলাই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল পাহাড়েও
আমার শহরে জুলাই অভ্যুত্থান / লক্ষ্মীপুরে ৪ আগস্ট চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত
ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান
ব্রাজিলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান 
সরকারি বিভিন্ন সেবা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
১০