আপিল বিভাগের রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৯:৪১ আপডেট: : ২৯ মে ২০২৫, ২০:০৭
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে ইশরাকের মেয়র ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘আপিল বিভাগের রায় এখনো পাইনি। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, তার আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করবো।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রায় তো আমি পাইনি। টেলিভিশনের ‘স্ক্রল’ দেখে তো আর কোনো মন্তব্য করা যায় না।’

এর আগে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০