আপিল বিভাগের রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৯:৪১ আপডেট: : ২৯ মে ২০২৫, ২০:০৭
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে ইশরাকের মেয়র ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘আপিল বিভাগের রায় এখনো পাইনি। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, তার আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করবো।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রায় তো আমি পাইনি। টেলিভিশনের ‘স্ক্রল’ দেখে তো আর কোনো মন্তব্য করা যায় না।’

এর আগে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
১০