আপিল বিভাগের রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৯:৪১ আপডেট: : ২৯ মে ২০২৫, ২০:০৭
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে ইশরাকের মেয়র ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘আপিল বিভাগের রায় এখনো পাইনি। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, তার আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করবো।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রায় তো আমি পাইনি। টেলিভিশনের ‘স্ক্রল’ দেখে তো আর কোনো মন্তব্য করা যায় না।’

এর আগে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদত্যাগের আবেদন মাউশির মহাপরিচালকের
জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত
জামায়াত আমিরের সঙ্গে ইতালিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রামপুরায় ২৮ জনকে হত্যা : বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের
দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
সাদুল্লাপুরে সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু
১০