উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২২:৩৪
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনার শুরুতে ব্ক্তব্য রাখেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনার দশম দিনে বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলায় পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ একথা বলেন।

আজ দিনব্যাপী সংলাপ শেষে আলোচনার সার সংক্ষেপ তুলে ধরে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে কমিশনের দেয়া অধঃস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে। তবে এক্ষেত্রে কিছু বিষয় বিশেষভাবে বিবেচনায় রাখতে অনুরোধ জানিয়েছেন তারা।

তিনি বলেন, পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় আদালত ও বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে আজ আলোচনা হয়েছে। সর্বশেষ বৈঠকে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা করার সময় এটি সিদ্ধান্ত হয় যে এটি নিয়ে সুপ্রীম কোর্টের সাথে আলোচনা করা হবে। উপজেলা পর্যায়ে অবস্থান আদালতের বিষয়টি বিবেচনা করা হয়েছে এবং তাতে জাতীয় ঐকমত্য কমিশন সহ অন্যান্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলো নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেয়ার জন্য তাদের নিজ নিজ অঙ্গীকার প্রকাশ করছে।

তবে উপজেলা পর্যায়ে অবস্থান আদালত সম্প্রসারণকরণে বেশ কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন বলে রাজনৈতিক দলগুলো মনে করছে বলে তিনি জানান।

তিনি বলেন, উপজেলা আদালতগুলোতে সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট পর্যায়ের বিচারকদের পদায়ন এবং দেওয়ানি মামলা গ্রহণে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার বাড়িয়ে বাস্তবানুগ করাও প্রয়োজন।

কমিশন সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ হলে তা প্রতিটি উপজেলায় হওয়া দরকার বলে জানিয়েছে কিছু কিছু দল। তারা এও বলেছেন যে সংসদীয় আসন কিংবা অন্যকিছু বিবেচনা করে আদালত করা হলে অঞ্চলে অঞ্চলে দ্বন্দ্ব বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

কমিশন সূত্রে আরো জানা গেছে যে, আলোচনায় অংশ নেয়া কয়েকটি দলের নেতা উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন করা হলে দুর্নীতি বাড়বে আশঙ্কা করলেও বেশিরভাগ দল দুর্নীতির বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার ওপরে জোর দেন।

তবে ভিন্ন ভিন্ন মত পোষণ করলেও দিনশেষে সকলেই নাগরিক সুবিধার কথা চিন্তা করে আদালত উপজেলা পর্যায় সম্প্রসারণ বিষয়ে একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০